কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা এতে অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন ও একাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলাম প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।