কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে নওহাটা ফাঁড়ি পুলিশ একটি পরিত্যক্ত খলা থেকে পুরনো কাঁথায় মোড়ানো অজ্ঞাত এক নবজাতক ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করেছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউর রহমান জানান, ভীমপুর ইউনিয়নের চকগৌরীহাট বাজারের অদূরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে মাসুদ রানার পরিত্যক্ত খলায় কাপড়ে মোড়ানো মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।