কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
প্রশিক্ষিত যুব উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর মহাদেবপুরে যুব ঋণের চেক ও নার্সারী বিষয়ে প্রশিক্ষিত যুবদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে নওগাঁর মহাদেবপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর বেলা) ১১ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সভার সঞ্চালনা করেন। সভায় ১২ জন প্রশিক্ষিত যুবক ও যুবতীর মধ্যে ৮ লক্ষ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক ও নার্সারী বিষয়ে প্রশিক্ষণ নেয়া ৩০ জন যুবকের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়।
এর আগে ঢাকায় জাতীয় পর্যায়ে জাতীয় যুব দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বক্তব্য বড় পর্দায় দেখানো হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।