কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে।
মর্মান্তিক এসড়ক দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধা সারে ৬ টায় উপজেলার নওগাঁ-চৌমাশিয়া সড়কের হাট-চকগৌরী নামক স্থানে।
খবর পেয়ে নওহাটা মোড় ফাঁড়ি পুলিশ দ্রুত র্টনাস্থলে পৌছান। ফাঁড়ির এস আই জিয়াউর রহমান ও স্হানীয়রা জানান, নওগাঁ জেলা সদর উপজেলার বলিহার ইউপির পয়না গ্রামের মৃত তছির শাহ’র ছেলে আজির শাহ (৪৮) একজন পেয়ারা ব্যবসায়ী।
তিনি গ্রাম থেকে পেয়ারা কিনে শহরে বিক্রি করতেন। ঘটনার দিনও তিনি নওগাঁ শহরে পেয়ারা বিক্রি করে বাই-সাইকেল যোগে বাড়ী ফেরার পথে হাট-চকগৌরী নামক স্থানে পৌছালে নওগাঁ থেকে নওহাটা মোড় অভিমুখি একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর রহমান জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না করায় মৃতদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।