কাজী সামছুজ্জোহা মিলনঃ মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
আওয়ামী সরকারের দু:শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় উপজেলা সদরের ব্যাংক এশিয়ার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় সাম্প্রতিক বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে নানান শ্লোগান দেয়া হয় এবং ড্যামি নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় দেয়া সাজা বাতিল প্রভৃতি দাবিতে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান সম্মলিত লিফলেট করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ড বটতলায় আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট বক্তব্য দেন। তিনি নেতাকর্মীদের সরকার পতনের আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানান।
অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস, এম হান্নান, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কিউ এম সাঈদ টিটো, প্রচার সম্পাদক আমিন ইসলাম, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, উপজেলা মহিলা দলের সভাপতি ও জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান ,সাহাদত হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী সাম্মি, ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, সদস্য চঞ্চল রহমান, ইখতিয়ার উদ্দিন দুরন্ত, এরশাদ আলী, যুবনেতা আনোয়ার হোসেন সাইদুর রহমান, আবু সাঈদ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাপি কুমার মন্ডল রনি, ছাত্রনেতা হানিফ মণ্ডল ও রহমত আলী প্রমুখ এতে নেতৃত্ব দেন।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।