কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর, (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
দিনের কর্মসূচীর মধ্যে ছিল সকাল সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনি। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯ টায় কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ, বেলুন দিয়ে মহান বিজয়ের ফেষ্টুন উড়ানো, প্যারেড পরিদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, সম্মিলিত পুলিশ, আনসার ও ভিডিপি, বয়স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য সদস্যাদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা ও উপহার বিতরণ, দুপুরে বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান।
৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য, সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান, মহাদেবপুর-বদলগাছী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন অভিবাদন মঞ্চে সংসদ সদস্যর সঙ্গে ছিলেন। সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার এতে বক্তব্য দেন। এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।