কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে শনিবার ও বুধবার সাপ্তাহিক হাটবার। বিশেষ করে শনিবার গরু ও ছাগলের বেচা কেনা হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাবসায়ীদের ব্যাপক আগমন ঘটে। এছাড়া প্রচুর ধান চাল বেচা কেনা হয়। ফলে হাটুরেদের সমাগমে ব্যস্ত থাকে মহাদেবপুর সদরসহ আশপাশের এলাকার মানুষ। তারা এই দুই দিন সংসারের নানা ধরনের কেনাকাটায় সময় কাটান।
তেমনি এক অপরুপ চিত্র দেখা গেল শনিবার ৩১ ডিসেম্বর পরন্ত কুয়াশাচ্ছন্ন বিকেলে উপজেলা সদরের বকের মোড় নামক এলাকায়। সেখানে ফুটপাতের উপর সারি সারি হয়ে রং বেরং এর পায়ের মোজা,টুপি, হাতমোজা,কানটুপি,
ম্যানকি টুপি সহ বিভিন্ন রকমের নানা বয়সের প্রসাধনী নিয়ে বসেছে অস্হায়ী ফেরিওয়ালারা। প্রতিটি দোকান ঘিরে ক্রেতা। এগিয়ে দোকানের সামনে যেতেই চোখে পড়লো এসব দৃশ্য।
কথা হলো বগুড়া জেলার মোকামতলা উপজেলার গকুলপুর গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে খালেক হোসেনের সাথে তিনি জানান,প্রতি বছর সে শীত মৌসুমে এসব বাহারি প্রসাধনী নিয়ে মহাদেবপুরে আসন।তার সাথে অনেকেই আসেন। তারা দলবদ্ধ হয়ে একটি ঘড় ভাড়া নিয়ে থাকেন। আর ফেরি করে করে টুপি বিক্রি করেন। এতে তার প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার টাকা বিক্রি হয়।
তিনি আরো বলেন বিক্রির লভ্যাংশ দিয়ে পরিবার পরিজন নিয়ে বেঁচে আছেন। সংসারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। একই কথা জানালেন খালেকের সাথে আসা ব্যবসায়ী সঙ্গী আবু তাহের, রাসেদ ও মিনহাজুল ইসলাম। তারা সকলেই বললেন,বছরের শীত মৌসুমে তারা আসেন। ফেরি করে মোজা, টুপি বিক্রি করেন। শনিবার ও বুধবার সাপ্তাহিক হাটবার হওয়ায় বেচা-কেনা একটু বেশি হয়েছে বলেও জানালেন।
এসময় মোজা কিনতে আসা উপজেলার কুঞ্জবন গ্রামের বাসিন্দা আদিবাসী নেতা ও সংবাদ কর্মী সাংবাদিক অসিত দাস জানান, এসব দোকানে মধ্যবিত্তরা বেশি আসেন। জিনিষ পত্রের দাম ও মান খুবই ভালো।
এছাড়া উপজেলা সদরের দুলালপাড়া এলাকার আতিক ও জুয়েল জানান, মার্কেটের জিনিষ আর ফেরিওয়ালার জিনিষের একই মান। কিন্তু দামের অনেক পার্থক্য। তাই তারা এখানে কিনছেন।
অপরদিকে উপজেলার খাজুর গ্রামের আলতাবের স্ত্রী রুমেজান জানান,তিনিও বাচ্চাদের জন্য কেনা কাটা করতে এসেছেন। দাম কম ও মান খুবই ভালো। তাই তারা খুশি।
ফেরিওয়ালাদের ব্যাপারে জানতে মহাদেবপুর হাট ও বাজার ইজারাদার এমদাদুলের সাথে কথা বললে তিনি জানান,তাদের নিকট কোন খাজনা নেয়া হয় না।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।