1. admin@haortimes24.com : admin :
নিকলীর হিলচিয়া মৎস্য আড়তে স্থানীয় আ'লীগ ও বিএনপির সমঝোতায় ব্যবসার অভিযোগ - হাওর টাইমস ২৪
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব গঠিত! আহবায়ক মোঃ শাহিন ও সদস্য সচিব নাদিরুজ্জামান আজমল
শিরোনাম
জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব গঠিত! আহবায়ক মোঃ শাহিন ও সদস্য সচিব নাদিরুজ্জামান আজমল

নিকলীর হিলচিয়া মৎস্য আড়তে স্থানীয় আ’লীগ ও বিএনপির সমঝোতায় ব্যবসার অভিযোগ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারে একটি মৎস্য আড়ৎ চলছে স্থানীয় বিএনপি ও আওয়ামীলীগ নেতাদের সমঝোতায়।

জানা যায়, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আজিজুল হক রানার ছোট ভাই জাকির হোসেন দীর্ঘ ছয় বছর ধরে মৎস্য আড়ৎটি এককভাবে পরিচালনা করে আসছিলেন। এটির নাম ছিলো গ্রাম বাংলা মৎস্য আড়ৎ।

গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার সাথে সাথেই নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আবু তাহের তার লোকজন নিয়ে আড়ৎটি দখলে নেয়। এরপর জাকির ও আবু তাহেরের মধ্যে গোপন সমঝোতা চুক্তি হয়। আবু তাহের নিজস্ব লোকদের দিয়ে বর্তমানে মৎস্য আড়ৎটি পরিচালনা করছেন বলে নিশ্চিত করে স্থানীয় মৎস্য ব্যবসায়ী, জেলে ও স্থানীয় নেতারা।

এটির বর্তমান পরিবর্তন করে নতুন নাম মরহুম তাহু চেয়ারম্যান মৎস্য আড়ৎ করা হয়েছে । বর্তমানে এই আড়ৎটি পরিচালিত হচ্ছে আওয়ামীলীগ নেতা জাকির, গুরুই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু তাহের ও গুরুই ইউনিয়ন যুবদলের সদস্য আকাশের লোকজনের মাধ্যমে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জেলে ও মৎস্যব্যবসায়ীরা জানান, এই আড়ৎটি জাকির পরিচালনা করতো। বর্তমানে এটি বিএনপি নেতা আবু তাহের ও আকাশ দখলে নিয়েছে। এরপর এখন তাদের মধ্যে সমঝোতা হয়েছে।

আওয়ামীলীগ নেতা জাকির বলেন, আওয়ামীলীগ সরকারের পতনের পরপরই তার আড়ৎটি আবু তাহের ও আকাশের নেতৃত্বে দখলে নেওয়া হয়। তবে বর্তমানে আমরা সমঝোতার ভিত্তিতে ব্যবসা করছি। সবইতো আপনারা বুঝতেছেন।

এ বিষয়ে আবু তাহেরের সাথে কথা বললে তিনি সমঝোতার ভিত্তিতে ব্যবসা করছেন এ কথাটি অস্বীকার করেন। তিনি নিজেই নতুন করে কাগজপত্র তৈরি করে আড়ৎটি পরিচালনা করছেন বলে এ প্রতিবেদককে জানান।

গত নির্বাচনে বাজিতপুর উপজেলার বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবালের গাড়ী ভাংচুর করেছিল আওয়ামীলীগ নেতা জাকির ও তার লোকজন। সম্প্রতি গাড়ি ভাংচুরের বিষয়টি নিয়ে জাকিরের বিরুদ্ধে একটি মামলা হয়। এই মামলায় জাকিরের বড় ভাই আজিজুল হক রানাকে আসামী করা হয়েছে। আর এই মামলার সাক্ষী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু তাহের ও আকাশ।

বিএনপি নেতার গাড়ী ভাংচুরের মামলার আসামীর সাথে সমঝোতার ভিত্তিতে ইউনিয়ন বিএনপির আহ্বায়কের ভাগভাটোয়ার ব্যবসা করা নিয়ে বিব্রত স্থানীয় বিএনপির সমর্থকরা। যদিও এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আবু তাহেরের বিরুদ্ধে সরাসরি মুখ খোলতে কেউ সাহস করেনি।

এ বিষয়টি জানতে চাইলে নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল আলম মিঠু বলেন, আমরা বিষয়টি যথাযথ তদন্ত করে গঠনাটি সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। তিনি আরো বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আওয়ামীলীগের লোকজনের সাথে বিএনপির নেতাদের সমঝোতার ভিত্তিতে অনিয়মের কোনো সুযোগ নেই। নিকলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলিম তালুকদারও সঠিক তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST