অষ্টগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ ভেটেনারি পল্লী চিকিৎসক সোসাইটি অষ্টগ্রাম উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ জুন) অষ্টগ্রাম উপজেলার জিরো পয়েন্ট এলাকার নিরিবিলি রেস্টুরেন্টে উদ্বোধন ও আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশ ভেটেনারি পল্লী চিকিৎসক সোসাইটি, অষ্টগ্রাম উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
ইন্তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাইজুদ্দিন আহমেদ, মাহমুদুল ইসলাম খান এবং তাজুল ইসলাম।
অনুষ্ঠানে আহ্বায়ক শাহীন মিয়া এবং সদস্য সচিব মফিজুল ইসলাম ভোজন যৌথভাবে স্বাক্ষরিত ঘোষণা পত্রের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন,সভাপতি মফিজুল ইসলাম ভূজন, সহঃ সভাপতি পদে মোঃ আওলাদ হোসেন ও মোঃ শাহিন শাহ, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সজীব ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম দিপু, সহঃ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক জামাল, অর্থ সম্পাদক মোঃ মোশাহিদ আহমদ শাহিন, সহঃ অর্থ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ সোহেল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা পল্লী প্রাণি চিকিৎসকদের অধিকার রক্ষা, প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।
নতুন কমিটির নেতারা বলেন,“আমরা সকলে মিলে প্রাণিসম্পদ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবো।”
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।