নিউজ ডেক্সঃ
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের দুই সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হােসেনকে আহ্বায়ক এবং বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গত ১৮ অক্টোবর সংগঠনের নেতাদের এক সভায় মিলিত হন। ওই সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব উপস্থিত ছিলেন।
তারই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে এই আহ্বায়ক কমিটি অনুমােদন দেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।