মোহাম্মদ খলিলুর রহমানঃ
কিশোরগঞ্জের বাজিতপুরে ছয় উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার অর্ধশত অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা দিলো ড. ঘোষ সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট।
আজ রবিবার (১৪ জুলাই) দুপুরে বাজিতপুর উপজেলার উসমানপুরে অবস্থিত ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘সভ্যতার বিনির্মাণে শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য- সংস্কৃতির ভূমিকা’ শীর্ষক সেমিনার শেষে অর্ধশতাধিক শিক্ষাগুরুকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বেঙ্গল অ্যান্ড হিমালায়ান বেসিন (আইআইবিএইচবি) এর প্রতিষ্ঠাতা বিশ্ব বরেণ্য পানি ও পরিবেশ বিজ্ঞানী ড. রাস বিহারী ঘোষের সভাপতিত্বে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় যাদুঘরের সচিব গাজী মো. ওয়ালী- উল-হক (যুগ্ম সচিব)।
এই সময় উপস্থিত ছিলেন, ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. আরজ আলী, ভৈরব হাজী আসমত কলেজ প্রাক্তন অধ্যক্ষ আব্দুল বাতেন। বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট শেখ নুরুন্নবী বাদল, অধ্যাপক ইন্দ্রজিৎ দাস, কবি অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ ।
উল্লেখ্য-আমেরিকান প্রবাসী বিশ্ব বরেণ্য পানি ও পরিবেশ বিজ্ঞানী ড. রাস বিহারী ঘোষ বহুদিন ধরে বাজিতপুর জেলা চাই আন্দোলনের সমন্বয়ক ভূমিকা পালন করছেন। তিনি বাড়িতে আসিলে গুণীজনদের সংবর্ধনা দিয়ে থাকেন । তার ধারাবাহিকতা কিশোরগঞ্জ জেলার ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর, কটিয়াদী, নিকলী ও পাকুন্দিয়া উপজেলার অর্ধশত অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা দিলো ড. ঘোষ সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।