মোহাম্মদ খলিলুর রহমানঃ
কিশোরগঞ্জের বাজিতপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তা, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ও আজ মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বাজিতপুর রাজ্জাকুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে এই প্রশিক্ষন কর্মশালার অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ রাসেল শেখ বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এটিএম ফরহাদ চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম ও বাজিতপুর উপজেলা নির্বাচন অফিসার আহাম্মদ আলী।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শামীম হুসাইন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক- নির্দেশনা প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন সহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এতে চেয়ারম্যান পদে রেজাউল হক কাজল (আনারস), আবদুল্লাহ আল মামুন (ঘোড়া), মোবারক হোসেন মাস্টার (দোয়াত কলম), রকিবুল হাসান শিবলী (মটর সাইকেল) প্রতীকে নির্বাচন করছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো. মাসুদ মিয়া (চশমা), আবুল ফজল রাসেল (টিয়া পাখি), মো. রেজাউল কবির (টিউবওয়েল) ও মো. মাহবুব হাসান কামাল (তালা) প্রতীকে নির্বাচন করছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে গোলনাহার (প্রজাপতি), আরিফা হোসেন (কলস) ও মনোয়ারা খাতুন (ফুটবল) প্রতীকে নির্বাচন করছেন ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আহাম্মদ আলী জানান, আগামী ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে বাজিতপুর উপজেলায় ৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৮৯ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৫৫৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১১৫৯ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাজিতপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার ৭৬৫ জন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।