মোঃ আলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
বর্তমানে প্রতিনিয়তই বিএনপি সর্বক্ষেত্রে মিথ্যাচার করছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বলেছেন সাংসদ নাজমুল হাসান পাপন।
আজ শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে শহীদুল্লাহ কায়সার কলেজ মাঠে কলেজটির এমপিওভুক্তি উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বিসিবি সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এসব কথা বলেন ।
এ সময় তিনি আরো বলেন,আওয়ামীলীগ সরকারের আমলে ভৈরব কুলিয়ারচর সহ সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী ১ বছরের মধ্যে অসম্পূর্ণ সকল কাজ শেষ করা হবে । তিনি আরো বলেন শহীদুল্লাহ কায়সার সাহেব যে একজন ভালো মানুষ তা আমার মরহুম পিতার মুখ থেকে বহুবার শুনেছি। তিনি এ কলেজটি নিয়ে দীর্ঘদিন যাবৎ অনেক সমস্যা ও কস্টের মধ্যে ছিলেন তা আমি জানি। সে কারনে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বিশেষভাবে অনুরোধ করারপর এটি সহ দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্পেশাল ভাবে এমপিও ভুক্ত করাই। এছাড়া তিনি কলেজ প্রতিষ্ঠাতার দাবীর প্রেক্ষিতে শহীদুল্লাহ কায়সার কলেজে আগামী ছয় মাসের মধ্যে একটি নতুন ভবন ও কলেজে আসা যাওয়ার জন্য একটি পাকা সড়ক নির্মাণ করে দেওয়া হবে বলে জানান।
ইতিমধ্যেই বেশকিছু টিআর বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান। এর আগে সকালে তিনি ভৈরব সরকারি হাজী আসমত কলেজের আইসিটি নতুন ভবন উদ্ধোধন করেন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা শহীদুল্লাহ কায়সার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার )পিপিএম।
এ সময় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হাসান পাপনের সহধর্মিনী রোকসানা হাসান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পুলিশ সুপার রাসেল শেখ, ভৈরব উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেণু, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব অধ্যাপক লুৎফুর রহমান ফুলু ,রাষ্ট্রপতির এপিএস-২ সাখাওয়াত উল্লাহ, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকী বিল্লাহ,সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ,
গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক গজারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম শাহরিয়ার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।