অষ্টগ্রাম প্রতিনিধিঃ
বিএনপি সমর্থিত ইঞ্জিনিয়ার্সদের সংগঠন “এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ” এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা অষ্টগ্রামের কৃতি সন্তান বুয়েট ছাত্রদলের সাবেক নেতা ইঞ্জিনিয়ার মোঃ নেসার উদ্দীন।
শুক্রবার(২৭ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে তিনি এ বিজয় লাভ করেন।
উল্লেখ্য যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয় লড়তে চান নেসার উদ্দীন।
এ লক্ষ্যে তিনি প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি ইটনা ও মিঠামইন,অষ্টগ্রামের বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ করেছেন। তিনি বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ইঞ্জিনিয়ার মোঃ নেসার উদ্দীন ২০০৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিয়ারিং ডিগ্রী অর্জন করেন।
নেসার উদ্দীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অধ্যায়নকালীন প্রথম বর্ষ থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
ইঞ্জিনিয়ার নেসার বুয়েটে ১ম বর্ষে অধ্যায়নকালীন ছাত্রদলের প্যানেলে আহসানউল্লাহ হল ছাত্র সংসদ নির্বাচনে যুগ্ম-খাদ্য সম্পাদক পদে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি একই হলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যথাক্রমে সাংগঠনিক সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বুয়েট ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।