বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে সম্প্রতি বিদ্যুৎস্পৃষ্ঠে নিহত অটোরিকশা চালক অন্তর মিয়ার পরিবারে খাদ্য সামগ্রী ও নগদ টাকা সহাশতা প্রদান করেন ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
গত মার্চ মাসে উপজেলার মধ্য অষ্টগ্রামের বাসিন্দা অটোরিকশা চালক মোঃ অন্তর মিয়া বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান।
আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে অন্তর মিয়ার বাড়িতে যান অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। তিনি, নিহতের পরিবারকে সমবেদনা জ্ঞাপন করে, নিহতের স্ত্রী ও মা’র হাতে নগদ টাকা ও সয়াবিন, চাউল, ডাউলসহ খাদ্যসামগ্রী তুলে দেন
এসময় স্থানীয় মুরব্বি ও গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।