বেলাব প্রতিনিধি:
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভার শুরুতে সকল বীর শহীদদের আত্নার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও সিএ উপজেলা পরিষদ তৌফিকী কাইয়ুম আফ্রাদের পরিচালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহবুবর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব বিপ্লব, সাবেক উপজেলা বিএনপির সভাপতি এড.অলিউর রহমান কাওসার, সাবেক সাধারণ সম্পাদক মো নাসির উদ্দীন ভূইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন আঙ্গুর, বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাষ্টার, বাংলাদেশ জামায়েত ইসলামি বেলাব শাখার আমীর মোঃ জহিরুল ইসলাম, বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক’সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দসহ বিভিন্ন রাজনীতি দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এময় ২ শত ৪৮ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান ও বিভিন্ন মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।