ইটনা প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সেনাবাহিনীসহ স্হানীয় প্রশাসনের আহবানে কিশোরগঞ্জের ইটনা বাজার থেকে ব্যবসায়ীদের দোকানপাট থেকে লুটপাট হওয়া মালামাল ফেরত দিচ্ছে এলাকার লোকজন।
আজ শনিবার (১০ আগষ্ট) সকালে বাংলাদেশ সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনের হাতে এইসব মালামাল তুলে ইটনা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং আল হেরা যুব সংঘের স্বেচ্ছাসেবকরা। উল্লেখ্য যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও সেনাবাহিনীসহ স্থানীয় প্রশাসনের আহবানে তাদের কাছে লুটপাটের মালামাল ফেরত দেয় এলাকার লোকজন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ মাহফুজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইটনা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, আল হেরা যুব সংঘের সদস্যবৃন্দসহ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দলের নেতৃত্বে ইটনা উপজেলা প্রশাসনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সহায়তায় মসজিদে মসজিদে মাইকিং করে বাজার থেকে লুটপাটের মালামাল ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
পরবর্তীতে সঠিক যাচাই-বাছাই শেষে ব্যবসায়ীদের মাঝে মালামাল ফেরত দেয়া হবে বলে জানিয়ে এলাকার লোকজনকে আশ্বস্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।