বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ঐতিহাসিক গাদিরে খুম উপলক্ষে মাওলা আলী (আঃ) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে ভৈরব পৌ শহরের জিল্লুর রহমান পৌর মিলনায়তনে ‘মাওলা আলী (আঃ) কনফারেন্স’ উদ্বোধন করেন অষ্টগ্রাম হাবেলির পীরজাদা ও অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
পবিত্র ১৮জ্বিলহজ্ব গাদিরে খুমে ইমাম আলী (রাঃ) মাওলাইয়্যাতের অভিষেক দিবসে ‘মাওলা আলী (রাঃ) কনফারেন্স’ আয়োজন করে, হোসাইনী যুব তরিকত কাফেলা, ভৈরব শাখা।
কনফারেন্সে সকল তরিকার ইমাম, বেলায়াতের সম্রাট, শেরে খোদা, মুশকিল কুশা ইমাম আলী (রাঃ) মাওলাইয়্যাতের অভিষেক দিবসের আলোচনায় বক্তারা বলেন, সাহাবায়ে কেরামের যুগে মাওলা আলীর জীবন দর্শনের মাধ্যমে মুমিন মুনাফেকের পার্থক্য নিরুপণ করা হতো।
আমরা, হযরত আলী (রাঃ) ও আহলে বাইতের জীবনী ও সত্য অনুসন্ধান এবং তাদের কর্ম আকড়ে ধরে আখেরাতে নাজাতের পথ সুগম করতে চাই। এতে আমাদের মুক্তি মিলবে।
আলোচনা শেষে মিলাদ কিয়াম ও তাবারক বিতরণে মধ্যে দিয়ো কনফারেন্স সমাপ্তি হয়।
সুফি সাধক আলহাজ্ব মজিবুর রহমান মজনু মিয়া হোসাইনীর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন, ভৈরব উপজেলা চেয়ারম্যান মো. আবুল মনসুর ও প্রধান আলোচক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মোহাম্মদ আহসানুল হাদী।
বক্তব্য রাখেন সৈয়দ রফিকুল হোসাইন চিশতী, মুফতি সৈয়দ গোলাম সারোয়ার রুবেল।
অনুষ্ঠানটি সার্বিক ব্যাবস্থাপনা ছিলেন, মুফতি মাওলানা মোস্তাক আহমেদ পান্জাতনী প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, আল্লামা কাজী আইনুল মুস্তফা আল-বাশার, আলহাজ্ব সৈয়দ সাকিরুল হাসান চিশতী, সৈয়দ মাইনুল হোসাইন ক্বাদেরী চিশতী বাকের ও আলহাজ্ব বোরহানুল্লাহ আল ক্বাদরী প্রমুখ।
এছাড়াও, আহলে বাইত, পাঁক পাঞ্জাতন প্রেমিক, তরীকত ও সুফিপন্থী পীর মাশায়েক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।