নিজস্ব প্রতিনিধিঃ
ভৈরবে নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি)’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকাল ৪ টায়
নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি)’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। এতে নবযোগনদাকৃত সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন রোমন এর সাথে ভৈরবে কর্মরত সাংবাদিকদের সংক্ষিপ্ত মতবিনিময় ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় ভৈরব রিপোর্টারর্স ক্লাব সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারন সম্পাদক আলাল উদ্দীন, টেলিভিশন জার্নালিষ্ট এর সভাপতি আসাদুজ্জামান ফারুক ,সাধারণ সম্পাদক মোস্তাফিজ আমিন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন’র ভৈরব শাখার সভাপতি এম এ হালিম, সাধারণ সম্পাদক সাবির উদ্দীন রাজু সহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ভৈরবের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় সহকারী ভূমি অফিসার ইকবাল হোসেন রোমন এর সাথে ভৈরবের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন সাংবাদিকবৃন্দগণ।
আলোচনা শেষে তিনি বলেন, ভৈরবে যেসব জায়গায় ছাত্রছাত্রীদের ইভটিজিং করা হয় আমাকে জানালে সাথে সাথে এর বিরুদ্ধে আমি এ্যাকশান নিব। তাছাড়া ভৈরব কফি সপ গুলোতে যদি স্কুল ছাত্র ছাত্রী স্কুল ফাঁকি দিয়ে ঐ সব কফি সপে দেখ যায় তাহলে সাথে সাথে ঐ কফি সপের বিরুদ্ধে আমি পদক্ষেপ গ্রহণ করব।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।