মোঃ ছাবির উদ্দিন রাজু, ভৈরব থেকেঃ
কেক কাটা, র্যালি, পুষ্পস্তবক ও আলোচনা সভাসহ নানা আয়োজনে ভৈরবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজসহ প্রশাসনের কর্মকর্তারা।
এছাড়া ভৈরব থানা, হাইওয়ে থানা, রেলওয়ে থানা, মুক্তিযুদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক শেষে একটি র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভা শুরুর পূর্বে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আঃ আলীম শিকদার,নমিডিয়াকর্মীসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।