বিশেষ প্রতিনিধিঃ
ভৈরবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।
শুক্রবার (১৭ মার্চ) বন্দরনগরী ভৈরবের হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত মেহের মমতাজ মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ আহমেদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কলেজ শিক্ষক,বহু গ্রন্থের প্রণেতা,বিশিষ্ট লেখক, রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সমাজকর্মী মোঃ আলাল উদ্দিন, বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী হাজী আসমত আলী বেপারীর সুযোগ্য উত্তরসূরী ইতালী প্রবাসী বাকের সওদাগর,ভৈরব পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো: জিল্লুর রহমান, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান,স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সবশেষে জাতির জনক ও তাঁর পরিবার সহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক অভিনেতা সাইদুর রহমান বাবলু।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।