মোঃ ছাবির উদ্দিন রাজুঃ
ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নে বাসষ্ট্যান্ড ও বাজারের নামকরণ নিয়ে আকবর নগর ও মিরারচর ২ গ্রামবাসির দফায় দফায় ৫ ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় বেশ কিছু বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।
আজ শনিবার (১২ আগষ্ট) সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ৫ ঘন্টা ব্যাপী দুদল গ্রামবাসী আগবর নগর ও মিরারচরের লোকজন দেশীয় অশ্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।সংঘটিত সংঘর্ষে ২০ আহত হয়েছে। জানা যায়,সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এর সাইনবোর্ডে বাসস্ট্যান্ড ও বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
হামলায় আহতদেরকে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিক-হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে । গুরুতর আহতদের মধ্যে মোস্তাকিম (২৭) কে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এছাড়াও মহিউদ্দিন (২৫) কে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষযে মুর্শিদ মিয়া ও রানাসহ স্থানীয়রা জানায়, গত ১ মাস আগে বাসস্ট্যান্ডের নামকরণ নিয়ে ২ গ্রামবাসির মাঝে সংঘর্ষের জেরে পুনরায় আজ সকাল ৮ থেকে ২ গ্রামবাসি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২ পক্ষের মধ্যে সংঘর্ষ থামানোর কাজে সরাসরি সহযোগিতা করেন পুলিশ প্রসাশন, কালিকাপ্রসাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ লিটন মিয়া,জাতীয় পার্টির ভৈরব উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নূরুল কাদের সোহেল সহ
জনপ্রতিনিধিগণ।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।