1. admin@haortimes24.com : admin :
ময়নাতদন্তের রিপোর্টে কুলিয়ারচরে মৃত তিনজনের পাকস্থলীতে নেশাজাতীয় দ্রব্যের অস্তিত্ব (হাওর টাইমস) - হাওর টাইমস ২৪
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত! কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ড্যাবের রক্তদান ও আলোচনা সভা কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলামের ইন্তেকাল কিশোরগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইনে সাড়ে তিন হাজার টাকা জরিমানা ও ৭ টি হাইড্রোলিক হর্ন জব্দ ভৈরবে শিক্ষক হেনেস্তাকারী যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মেয়েকে ধর্ষণের অভিযোগে র‍্যাবের অভিযানে বাবা গ্রেফতার ভৈরবে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের অভিযানে ৩৪ হোন্ডা ও সিএনজির বিরুদ্ধে মামলা
শিরোনাম
রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত! কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ড্যাবের রক্তদান ও আলোচনা সভা কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলামের ইন্তেকাল কিশোরগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইনে সাড়ে তিন হাজার টাকা জরিমানা ও ৭ টি হাইড্রোলিক হর্ন জব্দ ভৈরবে শিক্ষক হেনেস্তাকারী যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মেয়েকে ধর্ষণের অভিযোগে র‍্যাবের অভিযানে বাবা গ্রেফতার ভৈরবে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের অভিযানে ৩৪ হোন্ডা ও সিএনজির বিরুদ্ধে মামলা

ময়নাতদন্তের রিপোর্টে কুলিয়ারচরে মৃত তিনজনের পাকস্থলীতে নেশাজাতীয় দ্রব্যের অস্তিত্ব (হাওর টাইমস)

  • প্রকাশ কাল বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২১৪ বার পঠিত হয়েছে

মোস্তাফিজ আমিন॥

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ মৃত পাঁচজনের মধ্যে তিনজনের পাকস্থলিতে নেশা জাতীয় দ্রব্যের অস্তিত্ব পেয়েছে ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ড। বাকী দুইজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও দাহ করা হয়েছিলো।

তিনজনের পাকস্থলিতে নেশা জাতীয় দ্রব্যের অস্তিত্ব পাওয়ার বিষয়টি কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন সাংবাদিকদের নিশ্চিত করেন। এর আগে সোমবার তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনা হয় বলে জানান ডা. মো. হেলাল উদ্দিন।

যাদের পাকস্থলিতে নেশা জাতীয় দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে তারা হলেন- কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ মো. গিয়াস উদ্দিন (৫৭), সাংগঠনিক সম্পাদক-২ মো. জহির রায়হান জজ (৫৯) ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন চা দোকানদার মো. লিটন মিয়া (৪৮)।

চাঞ্চল্যকর এ ঘটনায় মৃত বিভাটেক চালক শাহজাহান মিয়া (৫২) ও হোমিও চিকিৎসক গোবিন্দ চন্দ্র বিশ্বাস (৪৮) কে ময়না তদন্ত ছাড়াই দাফন ও দাহ করা হয়।

তিন মরদেহের ময়নাতদন্ত করতে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা. মাকসুদুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের অন্য দুই সদস্যরা হলেন-কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সোহাগ ও ডা. রোম্মন।

উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন জানান, নিহত তিনজনের ময়নাতদন্তের পর তাদের পাকস্থলিতে নেশা জাতীয় দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে। এতে করে ধারণা করা যায় অতিরিক্ত মদ্যপান অথবা নেশা জাতীয় কোন কিছু খেয়ে তাদের মৃত্যু হতে পারে। তিনি আরও জানান, ভিসেরা রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে।

এদিকে নেশা জাতীয় দ্রব্যে বিষক্রিয়ায় পাঁচ জনের মৃত্যুর আলোচিত ঘটনার ধোঁয়াশা যেনো বেড়েই চলেছে। এলাকা ছাড়িয়ে আশে পাশের জেলা-উপজেলার সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দু এসব মৃত্যুর ঘটনা।

কীভাবে ঘটলো এ ঘটনা, কোথায় বসে নেশা জাতীয় কিছু পান করছিলেন তারা, তাদের আড্ডায় কতজন সদস্য ছিলেন এবং কে কে ছিলেন, নেশা জাতীয় দ্রব্য কোথায় থেকে আনা হয়েছিলো, কে এনেছিলো বা কে দিয়েছিল-এসব নিয়ে পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, সাংবাদিক কিংবা স্থানীয়রা এখন পর্যন্ত কোনো তথ্য বের করতে পারেননি।

এখন পর্যন্ত এ ঘটনায় আরও চারজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে বিভিন্ন সূত্রে জানাযায়। তারা হলেন-মো. খোকন মিয়া, উজ্জ্বল দাস, মো. মহসিন মিয়া এবং পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST