1. admin@haortimes24.com : admin :
মহাদেবপুরে অতি দরিদ্রদের কর্মসৃজন কর্মসূচিতে আড়াই কোটি টাকা বরাদ্দ - হাওর টাইমস ২৪
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে প্রতিধ্বনি থিয়েটারের বীরাঙ্গনা সখিনা মঞ্চায়ণ ভৈরবে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অষ্টগ্রামে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত ভৈরবে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২০ হাজার টাকা জামিনে মুক্তির খুশিতে মদ পান-আ.লীগ নেতার নৃত্যের ভিডিও ভাইরাল দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত!
শিরোনাম
কিশোরগঞ্জে প্রতিধ্বনি থিয়েটারের বীরাঙ্গনা সখিনা মঞ্চায়ণ ভৈরবে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অষ্টগ্রামে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত ভৈরবে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২০ হাজার টাকা জামিনে মুক্তির খুশিতে মদ পান-আ.লীগ নেতার নৃত্যের ভিডিও ভাইরাল দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন ভৈরবে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে বাবুর্চি গ্রেফতার ঐতিহাসিক পাগলা মসজিদকে জানতে ও দেশ-বিদেশ থেকে দান করতে ওয়েব সাইড উদ্বোধন  নজরুল ইসলাম মেডিকেলের দেয়াল যেন প্রাইভেট হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন বোর্ডে পরিণত!

মহাদেবপুরে অতি দরিদ্রদের কর্মসৃজন কর্মসূচিতে আড়াই কোটি টাকা বরাদ্দ

  • প্রকাশ কাল বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ বার পঠিত হয়েছে

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে এবার দুই কোটি ৪৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এজন্য হাতে নেয়া হয়েছে ৪৬টি প্রকল্প। ইতোমধ্যেই প্রকল্পের কাজ শুরু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সফাপুর ইউনিয়নে প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক। এসময় সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু এবং বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও মহিলা মেম্বাররা উপস্থিত ছিলেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২৩-‘২৪ অর্থবছরে অতিদরিদ্রদের কর্মসংস্থানের লক্ষ্যে কর্মসৃজন কর্মসূচি (ইউজিপিপি) দ্বিতীয় পর্যায়ের প্রকল্পগুলো উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বাস্তবায়ন করছে।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ভাঙ্গা রাস্তা মেরামত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঈদগাঁহ মাঠ সংস্কার প্রভৃতি। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলার ১০টি ইউনিয়নে মোট এক হাজার আটশ’ ৭৯ জন শ্রমিক নিয়োগ করা হয়েছে।

জনসংখ্যার ভিত্তিতে উপজেলা ওয়ারি হিসেবে রয়েছেন সদর ইউনিয়নে ২১৯ জন, হাতুড় ইউনিয়নে ২১৩ জন, খাজুর ইউনিয়নে ২১১ জন, চাঁন্দাশ ইউনিয়নে ১৬৩ জন, রাইগাঁ ইউনিয়নে ২০৩ জন, এনায়েতপুর ইউনিয়নে ২০৮ জন, সফাপুর ইউনিয়নে ১৬২ জন, উত্তরগ্রাম ইউনিয়নে ১৩৬ জন, চেরাগপুর ইউনিয়নে ১৭৯ জন ও ভীমপুর ইউনিয়নে ১৭২ জন। প্রতিজন শ্রমিক প্রতিদিন কাজের জন্য ৪০০ টাকা হারে মজুরি পাবেন। এসব শ্রমিকের প্রত্যেকের নামে ব্যাংকে পৃথক পৃথক হিসাব খোলা হয়েছে। সপ্তাহান্তে মজুরির টাকা তাদের ব্যাংক হিসেবে জমা হবে।

তিনি জানান, প্রকল্পের মেয়াদ ৪০ দিন হলেও এবার কাজ শুরু হতে দেরি হওয়ায় এই উপজেলায় এবার কাজ হবে মোট ৩৩ দিন।

সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু জানান, বছরে দুইবার আমন ধান ও বোরো ধান রোপণের পর কৃষি শ্রমিকদের হাতে কোন কাজ থাকেনা। তখন বরেন্দ্র এলাকায় মঙ্গা বিরাজ করতো। কাজের অভাবে শ্রমিকদের পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতে হতো। এসময় মানুষ ঘটিবাটি বিক্রি করে, দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়াসুদে দাদন নিয়ে, আবার কেউ কেউ কম দামে আগাম ফসল ও আগাম শ্রম বিক্রি করে সংসার চালাতে বাধ্য হতেন। এখন কর্মসৃজন কর্মসূচি চালু হওয়ায় এসব শ্রমিকরা কাজ পাওয়ায় তাদের পরিবার উপকৃত হবে।

তিনি জানান, অনেক সময় প্রকল্পের কাজ শেষ হলেও সময়মত শ্রমিকরা মজুরি পান না। এতে তাদের বিড়ম্বনায় পড়তে হয়। এবার প্রকল্পের টাকা যাতে সময়মত শ্রমিকদের হিসাবে জমা হয় তার ব্যবস্থা করারও দাবি জানান এই চেয়ারম্যান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST