কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবীদ, বীরমুক্তিযোদ্ধা, এনজিওকর্মী, ব্যবসায়ী, সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান।
সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি।
সভায় উপজেলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি,মহসিন আলী,অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল,প্রভাষক মনিরুজ্জামান মনি, সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, বরুন মজুমদার, এম সাখাওয়াত হোসেন, কিউ এম সাঈদ টিটো, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান, সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু,এনজিও প্রতিনিধি দিপঙ্কর লাকড়া,ব্যবসায়ী প্রতিনিধি মনিরুল হক মনি প্রমুখ।
এসময় সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন, আমিনুর রহমান খোকন,আইনুল ইসলাম, মেহেদি হাসান ও মাহবুব আলম উপস্হিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।