এবিষয়ে এলেঙ্গাহাইওয়ে পুলিশেরউপ-পরিদর্শক(এসআই)বিল্লাল হোসেন দৈনিক তোকদার নিউজকে বলেন,দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে।যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যেটুকু অংশে তেল ছড়িয়ে পড়েছে সেখানে দ্রুতই বালু দেওয়া হবে।
এসআইআরও বলেন,মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকাথেকে উত্তরবঙ্গগামী সব পরিবহনকে আপাতত থ্রি হুইলারের যাতায়াতে ব্যবহৃত আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।দুর্ঘটনার কারণে মহাসড়কের কোনো যানজট হয়নি।