বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে তথ্যআপা’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মালিউন্দ গ্রামে অনুষ্ঠিত হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা মিঠামইন উপজেলা আয়োজিত বৈঠকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (দ্বিতীয় পর্যায়ে) শীর্ষক প্রকল্পে, নারীদের স্বাবলম্বিতা অর্জনে বিভিন্ন তথ্য প্রদান, বিনামূল্যে চাকুরীর আবেদন ও প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং নাগরিক অধিকার বিষয়ে আলোচনা করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, তথ্য আপা কেন্দ্রের সমন্বয়ক (অঃদাঃ) মাহমুদা ইয়াছমিন, সুবিধাভোগী নারী ফারজানা আক্তার, রাহেলা খাতুন প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।