নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের ২০২৩-২০২৫ইং দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি এসএম খোরশেদ আলম, সম্পাদক শেখ মানিক বিজয়ী বলে ফলাফল ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) শিবপুর প্রেসক্লাবের আহ্বায়ক ও নির্বাচন কমিশন বদরুল আলম, সদস্য ও নির্বাচন কমিশন মাজারুল ইসলাম জিয়া, মোঃ তোফায়েল আহমেদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে কার্যনির্বাহী কমিটির সভাপতি এস.এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক, সহ সভাপতি কাজী মোঃ এনামুল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব খান, কোষাধ্যক্ষ আবুল আবিল, ক্রীড়া সম্পাদক মোঃ ইলিয়াছ হায়দার, প্রচার সম্পাদক ডালিম খান, দপ্তর সম্পাদক মোঃ রাসেল মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আতাবুর রহমান সানি, নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান ও মোমেন খান। তাদের সকলের প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।