মো: জামাল উদ্দিন, ভৈরব থেকেঃ
কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নবম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রশিক্ষিত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় শিমুলকান্দি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান রিপন।
বিশেষ অতিথি ছিলেন রাজনগর কারিগরি কলেজের প্রভাষক ও উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল শুভজিৎ দাস, বৈশাখী টিভির ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, ন্যাশনাল ব্যাংক টঙ্গী শাখার সিনিয়র অফিসার মো: দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলকান্দি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মো: ফয়েজ উদ্দিন ও সঞ্চালনা করেন জাহিদ হোসেন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুজ্জামান মুন্না।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষ ৯ম বর্ষপূর্তির কেক কাটেন অতিথিরা।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।