কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
দীর্ঘ ৮ বছর পর আমেরিকা থেকে দেশে আসায় কিশোরগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সাবেক সফল শিক্ষামন্ত্রী ড.এম ওসমান ফারুককে জেলার
নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করেছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ করিমগঞ্জের গুজাদিয়ায় সাবেক মন্ত্রী ড.এম ওসমান ফারুককে ফুল দিয়ে বরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়াসহ বিএনপি নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, সদ্য পালিয়ে যাওয়া ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার কিশোরগঞ্জের গর্বিত সন্তান সাবেক সফল শিক্ষা মন্ত্রী ড.এম ওসমান ফারুককে ষড়যন্ত্রমূলক যোদ্ধাপরাধ মামলায় জড়িয়ে বিএনপির আমেরিকা বলয় শেষ করতে চেয়েছিল।
তাই তিনি ইজ্জত সম্মানের ভয়ে এতদিন দেশে আসেননি। দীর্ঘ ৮ বছর পর অবৈধ ফ্যাসিষ্ট সৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি সম্প্রতি দেশে আসেন। তাঁর দেশে আসার খবরে কিশোরগঞ্জ তথা করিমগঞ্জ তাড়াইলে বইছে আনন্দের বন্যা।
তার নির্বাচনী এলাকায় চলছে বরন আর গ্রহনের আনুষ্ঠানিক প্রস্তুতি। এ রিপোর্ট লিখা কালীন জানা যায়, রাত পোহালেই করিমগঞ্জ কলেজ মাঠ ও করিমগঞ্জ স্কুল মাঠে বিএনপির দুই গ্রুপের পৃথক পৃথক গ্রহন ও বরনের ব্যাপক প্রস্তুতি। অবশেষে দুই গ্রুপ জেলা বিএনপির হস্তক্ষেপ আর ড.এম ওসমান ফারুক একান্ত প্রচেষ্টায় একত্রিত হয়ে স্কুল মাঠে যৌথ সংবর্ধনা ও জনসমাবেশের সিদ্ধান্ত নিয়েছে। সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বরন সংবর্ধনা অনুষ্ঠানে। এমনটিই আশা প্রকাশ করছে বিএনপির নেতাকর্মীরা।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।