কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম ও কর্মরত সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা থাকা জরুরি বলে মনে করি। কিশোরগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন এমপি লিপি।
গত শনিবার সকালে জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি লিপি আরও বলেন, এই স্মার্ট বাংলাদেশের সারথির পথে গণমাধ্যমের ভূমিকা বলতে গণমাধ্যমকর্মী বা সাংবাদিকদের ভূমিকা থাকতে হবে। গণমাধ্যম তো একটি প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হলো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ। এই ক্ষেত্রে যায়যায়দিন দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যাবে এই হোক প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিজ্ঞা।
জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক, লেখক ও সাহিত্যিক মু. আ লতিফ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, বিপিএম (সেবা), পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ আ.ন.ম মোস্তাকুর রহমান, দৈনিক যায়যায়দিন পত্রিকার সিনিয়র ম্যানেজার নূরুল হক, সার্কুলেশান ম্যানেজার বিল্লাল হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এম.এ আফজল, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, জামিয়া ইমদাদিয়ার প্রিন্সিপালের প্রতিনিধি মাওলানা আজাহারুল ইসলাম।
এ ছাড়াও কিশোরগঞ্জের সুধীজন, সাংবাদিক ও ফ্রেন্ডস ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আশরাফ আলী। অনুষ্ঠান শেষে ১৩ জন সুধী ব্যক্তিকে বিভিন্ন কার্যক্রমে অবদানের জন্য সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।