কিশোরগঞ্জের ভৈরবে হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় চন্ডিবের মেহের মমতাজ মিলনায়তনে হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী এবং আবদুল হাসিম মোল্লা ও মাজেদা রশিদ স্মৃতি বৃত্তি প্রদানসহ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।
প্রতিষ্ঠানের সভাপতি ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন কুমিল্লা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন,আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহমেদ আলী, অভিভাবক প্রতিনিধি রফিকুল ইসলাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক বিশিষ্ট লেখক মোঃ শহীদুল্লাহ্, দাতা সদস্য মাহিন সিদ্দিকী, হাজী আসমত সরকারি কলেজের প্রভাষক মোঃ সেলিম আহমেদ, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, চিকিৎসা প্রযুক্তিবিদ জয়ীতা শারমিন আকতার জুঁই, ভৈরব পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ শাহজাহান,প্রতিষ্ঠানের কো-অপ্ট সদস্য কিশোরগঞ্জ জেলা ওয়াকফ্ পরিদর্শক মোঃ জুবায়ের হোসাইন, ১০ ওয়ার্ড কাউন্সিলর হাজী মনির হোসেন, হাজী আসমত আলী মেডিকেল সেন্টারের বিশিষ্ট চিকিৎসক ডাঃ মাসুদ রানা, সমাজ সেবক মোঃ জিল্লুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিকল্পনা,পরিচালনা এবং উপস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক অভিনেতা সাইদুর রহমান বাবলু।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।