নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে হেযবুত তাওহীদের সদস্যের বাড়িতে আকিকা অনুষ্ঠানকে কেন্দ্র করে জরুরী সমাবেশ ডেকেছে উলামা তৌহিদী জনতা ঐক্য পরিষদ নামের একটি সংগঠন।
লিখিত অভিযোগে জানা গেছে, কটিয়াদী উপজেলার করগাও ইউনিয়নের পাচলীপাড়ার লস্কর বাড়ীতে গত ১৬ জানুয়ারী ২০২৫ বৃহস্পতিবার হেযবুত তাওহীদের সদস্য নাহীদুল ইসলামের ছেলের আকিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামী (শুক্রবার) ৩১ জানুয়ারী ২০২৫ ইং করগাও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে
মুফতি আব্দুল হান্নান কর্তৃক জরুরী সমাবেশ ডেকেছে উলামা তৌহিদী জনতা ঐক্য পরিষদ সমাবেশ ডেকেছে।
“করগাও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়” ও “হাফেজ ক্বারী রফিকুল ইসলাম”, উম্মাহাতুল মোমিনিন মহিলা মাদ্রাসা” ও “ করগাঁও উলামা ও তৌহিদী জনতা ঐক্য পরিষদ” এর ফেইসবুক পেইজ থেকে প্রচারিত লেখাতে জানা যায় মুফতি আনসার আলীর সভাপতিত্বে ও মাওলানা আবদুল জব্বারের আহ্বানে তাদের দাবী হেযবুত তৌহিদের কুরআন ও সুন্নাহ বিরোধী ভ্রান্ত আকিদা ও গোমরাহি মাতবাদ থেকে মুসলমানদের ঈমান, আমল ও আকিদা রক্ষার্থে প্রতিবাদী সভা ও বিক্ষোভ মিছিল আয়োজন সহ সমাবেশের ডাক দিয়েছেন।
এতে করে কটিয়াদী উপজেলার হেযবুত তৌহিদের সদস্য ও সমর্থকরা জান-মাল ও প্রাণনাশের চরম হুমকিতে রয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা হেযবুত তৌহিদের সভাপতি মো: হিমসেল মিয়া এলাকার শান্তি ও বাড়িঘর সহ জান-মালের নিরাপত্তা চেয়ে অফিসার ইনচার্জ, কটিয়াদী মডেল থানা, উপজেলা নির্বাহী অফিসার কটিয়াদী, কিশোরগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার কিশোরগঞ্জ ও সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার বরাবর স্বারক লিপি জমা দিয়েছেন।
বিষয়টি নিয়ে অফিসার ইনচার্জ, কটিয়াদী মডেল থানার তরিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন উক্ত ঘটনা নিয়ে আমরা বিশেষ নজরদারী করছি। উলামা পরিষদসহ সকলের সাথে শান্তি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবো।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।