মো. নজরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে নির্মাণাধীন দুটি সেমি পাকা ঘর ভেঙে দিলেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদমপুর বাজারে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হারুন-অর-রশিদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, উপজেলার আদমপুর বাজারে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদুল মোন্নাফ প্রায় তিন কোটি টাকা মূল্যের নয় শতাংশ সরকারি জায়গা অবৈধ ভাবে দখলের উদ্দেশ্যে সেখানে সেমিপাকা ভবন নির্মাণ করছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. হারন-অর-রশিদ হাওর টাইমস এর নিজস্ব প্রতিনিধিকে জানান, সরকারি সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের কারও কোন সুযোগ নেই। দখলদার যত শক্তিশালীই হোক তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।