নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে ।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ইটনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: মাহফুজুল ইসলাম এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের পাশে মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশী মদ, ১০৮ পিস ইয়াবা, ৫ গ্ৰাম গাঁজা, ১ টি অবৈধ মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র দা বল্লমসহ এক মহিলাকে গ্রেফতার করেন।
এই অভিযানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আজমাইন আবরার, ইটনা থানার পুলিশের একটি দল ও সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা।
সেনাবাহিনীর হাতে গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিনের স্ত্রী জমিলা খাতুন । অভিযান শেষে জরিনা বেগমকে উদ্ধারকৃত মালামালসহ ইটনা থানায় হস্তান্তর করেন।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সেনা সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বে যৌথ বাহিনীর কর্তৃক এ রকম কঠোর অভিযান সামনেও চলমান থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।