ইটনা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় পুলিশের বিশেষ চলমান অভিযানে দীর্ঘদিন যাবত একের পর এক মাদক কারবারি আটক ও সাজাপ্রাপ্ত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১০ জানুয়ারী) দুপুরে ইটনা থানার এসআই খলিলুর রহমান খান সঙ্গীয় ফোর্সসহ সদরের ওয়ারলেস পাড়া সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১ কেজি গাজাঁসহ জাবেদ আলী (৩২) ও নুর ইসলাম উরফে বাইট্টা (৩৭) নামের দুই মাদক কারবারিদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি জাবেদ আলী হবিগঞ্জ জেলার বাহুবল থানার ইজ্জতপুর গ্রামের সমুজ আলী ও নুর ইসলাম বাইট্টা অলুয়া গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা বলেন,আমরা উপজেলা বাসীর সহযোগীতায় মাদক মুক্ত ইটনা গড়তে আমাদের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।