1. admin@haortimes24.com : admin :
ইটনার ধনু নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যাহত - হাওর টাইমস ২৪
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত
শিরোনাম
অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত

ইটনার ধনু নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যাহত

  • প্রকাশ কাল শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১০৪ বার পঠিত হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার ধনু নদীতে চলছে বালু উত্তোলনের মহোৎসব। এতে নদীর উভয় তীরের মানুষের ফসলিসহ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। চলমান বালু উত্তোলনে হুমকির মুখে পড়েছে সদর ইউনিয়ন।

কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদর ইউনিয়নের ধনু নদী থেকে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ অথবা ক্ষমতার ঘুড়া দাবরিয়ে এলাকার কতিপয় অসাধু অর্থ লিপ্সু জনপ্রতিনিধির মদদে বালু দস্যুরা একে অপরের যোগসাজশে স্থানীয় বালু উত্তোলনকারীদের নিয়ে একটি সিন্ডিকেট বানিয়ে আনুমানিক দেড়-দুই কিলোমিটার দূরে সদর ইউনিয়নের অদুরেই পূর্ব এবং পশ্চিমদিকে ধনু নদীতে এ বালু উত্তোলনের বেপরোয়া উৎসব চালাচ্ছে ।

ইটনা সদরের স্থানীয় বাসিন্দারা ভয়ের কারণে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এ প্রতিনিধির কাছে অভিযোগ করে বলেন, প্রায় কয়েক বছর ধরে স্থানীয় প্রভাবশালী সরকার দলীয় লোকজন ও প্রশাসনের এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় দিনে রাতে নানাভাবে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানিয়ে মিলছে না কোন প্রতিকার।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার ১ হাজার ৪৭০ বর্গ কিলোমিটার হাওর রয়েছে। যা জেলার মোট আয়তনের অর্ধেকের বেশি। এর মধ্যে রয়েছে ধনু, কালনী, কুশিয়ারা, ঝিনুক, ঘোড়াউত্রা, মেঘনাসহ ছোট বড় ১৫টি নদী।

তার মধ্যে ইটনা উপজেলার ইটনা সদর ইউনিয়ন এলাকার ধনু নদী থেকে ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে । এতে করে ইটনা উপজেলা সদরের নদী তীরের গ্রাম ও ফসলী জমিতে ভাঙ্গন দেখা দিয়েছে।

 

নদী গর্ভে বিলীনের আশংকা হচ্ছে কৃষি জমি ও বসতভিটা। নদী ভাঙ্গনে অনেকই ঘর বাড়ি হারিয়ে দেশের বিভিন্ন শহরে ভাসমান অবস্থায় বসবাস করছেন। অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা দিলে নানান নির্যাতনের স্বীকার হন। ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর তীর ভেঙ্গে যাচ্ছে। ইতিমধ্যে অনেকের বাড়ি ঘর ভেঙ্গে গেছে।

গতকাল শনিবার সরজমিনে ধনু নদী গিয়ে দেখা গেছে, দুটি ড্রেজার মেশিন নদীতে বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে ছবি তুলতে গেলে তারা নানানভাবে হুমকি দেয়।

এসকল বালু বুলগেড দিয়ে উপজেলার বিভিন্ন জায়গাসহ উপজেলার বাহিরেও বিক্রি হচ্ছে। উত্তোলন করা বালু শ্রমিকরা বিক্রির জন্য বুলগেডে তুলে দিচ্ছে। এসময় ড্রেজারের কয়েকজন শ্রমিককে বালু উত্তালনের অনুমোদন রয়েছে কিনা জানতে চাইলে কোনো উত্তর দিতে পারেনি। তারা বলেন, আমরা দৈনিক হাজিরায় কাজ করি আমরা এসব বলতে পারবো না। তবে মাঝে মাঝে ছোট নৌকা লইয়া ড্রেজারের মালিকের কাছ থেকে কারা যেনো টাকা লইয়া যায়।

ইটনা উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার ভূমি ও অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুল আলম বলেন, তিনি সবেমাত্র যোগদান করেছেন। তাছাড়া তিনি এমন কোন অভিযোগ এখনও পাননি। তবে বেআইনি এবং অবৈধ কর্মকাণ্ড কেউ করে ছাড় পাবে না। বালু উত্তোলন কারিরা যতই প্রভাবশালী হোক তাদের বিরুদ্ধে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় পর্যবেক্ষক মহলের অভিযোগ, প্রত্যন্ত হাওরের দূর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থার প্রতিকূলতার সুযোগ নিয়ে প্রশাসনের সাথে লুকোচুরি করে সরকার দলীয় স্থানীয় কিছু অসাধু জনপ্রতিনিধির প্রত্যক্ষ মদদে বালু উত্তোলনের খেলায় মেতে বালু সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন বালু উত্তোলন কারিরা।

 

 

 

 

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST