নিজস্ব প্রতিনিধিঃ
ইটনার হাওরে যৌথ অভিযানে ৩ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল আটক ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে ইটনা উপজেলার হাওরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এক যৌথ অভিযান চালানো হয়।
যৌথ অভিযানে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আজমাইন আবরার, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ কামাল, ইটনা থানার এএসআই মোঃ বাবুল হোসেনসহ সেনাবাহিনীর এবং পুলিশ সদস্যরা।
মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস জানান, হাওর অঞ্চলে প্রজনন মৌসুমে দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ এবং মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের জন্য এই অভিযান চালানো হয়েছে।
অভিযানে নিষিদ্ধ ৮৫টি অবৈধ চায়না জাল আটক করে জনগণের সামনে আগুন পুড়িয়ে ধ্বংস করা হয় যার দৈর্ঘ্য প্রায় ৩২০০ মিটার এবং আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা।
সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, ইটনা উপজেলার সকল অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।