নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা ও ১০ পিচ ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) ১২:৩৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ইটনা থানার এস.আই (নিঃ) উজ্জল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ইটনা থানাধীন সদর ইউপিস্থ ইটনা জিওলের হাওড়ে জিওলের বাধ সংলগ্ন পূর্বপাড়ে অভিযান পরিচালনা করে আসামি খায়জুর আলী (৫০), পিতা- মৃত সুনুল্লা, সাং-হাজারীকান্দা, থানা- ইটনা, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তার হেফাজত হতে ২(দুই) কেজি গাঁজা ও ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ১২.৪৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ ঘটনায় ইটনা থানায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।