নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সূতীতে ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মসজিদ ভাঙচুর ও একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আহলে সুন্নাহ জামাতের ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় ছয়সূতি মসজিদের খতিব মো. হানিফ মিয়া বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান।
গতকাল কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে ইমাম উলামা পরিষদ ও আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হন। নিহত ব্যক্তির মীর মোহাম্মদ মিলন। তিনি কুলিয়ারচর উপজেলার ছয়সূতী পূর্বপাড়া গ্রামের জমির উদ্দিন জাবু মিয়ার ছেলে।এ ঘটনায় আহত হন অন্তত ২০ জন। এসময় মসজিদ ও মাজার ভাঙচুর করে দুপক্ষের লোকজন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।