নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে মেয়াদ উর্ত্তীণ বিস্কুট বিতরণ করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা, সাংস্কৃতি ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষার্থীদের মাঝে লেক্সাস বিস্কুট দেওয়ার সময় দেখা যায় বিস্কুটের মেয়াদ আরো নয় মাস আগেই চলে গেছে।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানকে অবহিত করলে তিনি মেয়াদ উত্তীর্ণ বিস্কুট সরবরাহকৃত মোদির দোকানে সহকারী কমিশনার (ভুমি) কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার নিদের্শ দেন। কটিয়াদী বাজারের শংকর বর্মণের মোদির দোকানে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট বিক্রি করায় ও মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন প্রোডাক্ট থাকায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা। এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান, এ্যাসিল্যন্ড অফিসের পেসকার কামরুল ইসলাম আকন্দ ও সাংবাদিকবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা বলেন, কটিয়াদী বাজারের শংকর বর্মণের মোদীর দোকানে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট বিক্রি করায় ও মেয়াদ উত্তীর্ণ মালামাল থাকায় ভোক্তা সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভেজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।