কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে নেমে পানিতে ডুবে আবিদুর রহমান খান আবিদ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজের ১ দিনপর তার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
আবিদ চট্টগ্রামের রাউজান মোবারকখীল হালদার খান চৌধুরী বাড়ির অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে এবং তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কিশোরগঞ্জে বেড়াতে এসেছিল বলে জানা যায়।
গতকাল শনিবার (৬ জুলাই) সারাদিন উদ্ধার অভিযান শেষে বিকেল তিনটায় মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল শুক্রবার (৫ জুলাই) বিকেলে করিমগঞ্জ ও মিঠামইন উপজেলার লাষ্ট সীমানার করিমগঞ্জের হাওরে নামলে ওই শিক্ষার্থী পানিতে তলিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,ফায়ার সার্ভিসের ডুবুরিরা ডুবে যাওয়া ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে।মৃতদেহ এ রিপোর্ট লিখা পর্যন্ত করিমগঞ্জ থানায় রয়েছে। মৃতদেহ চট্টগ্রাম থেকে আসা পরিবারের কাছে হস্তান্তরে আইনি পক্রিয়া চলছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।