নিউজ ডেক্সঃ
কোটা আন্দোলন থেকে একদফা আন্দোলনে চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ শেখ হাসিনা পদত্যাগ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতনের পর এবার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ৩টার পর রাষ্ট্রপতি বর্তমান সংসদ বিলুপ্ত ঘোষণা করেন।
এর আাগে আজ ৬ আগস্ট বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এক ভিডিও বার্তায় নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।