লালমনিরহাট জেলা প্রশাসকের(ডিসি) কার্যালয়ে আগুন লেগে রক্ষিত প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।তবে আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনো জানা যায়নি।
মঙ্গলবার(৩১ সে) দুপুর লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে বৈদ্যুতিক প্রধান স্টেশনে আগুন এ দুর্ঘটনা ঘটে।জেলা প্রশাসক কার্যালয়ের প্রটোকল সহকারী আরিফুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুতের প্রধান স্টেশনে বৈদ্যুতিক সর্ট সার্কিট হয়ে আগুন লাগে। এতে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীসহ আগত জনগন আতংকিত হয়ে পড়ে। ওই ভবনে থাকা গ্যাস সিলিন্ডার দিয়ে প্রায় ১৫ মিনিট চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে। পরে ফায়ার সার্ভিসেরও একটি ইউনিট এসে পরিস্থিতি পর্যাবেক্ষন করছেন। আপাতত বিদ্যুতের সব লাইন বন্ধ রয়েছে। এ ঘটনায় রক্ষিত প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।
তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।