মোহাম্মদ খলিলুর রহমান:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ২০ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় প্রতীক বরাদ্দ দেওয়া আগে মাইকিং করায় চেয়ারম্যান প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (১৩ মে) দুপুরে বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে প্রতীক বরাদ্দ দেওয়া আগে মাইক দিয়ে নিজের প্রচার করায় জরিমানা সম্মুখীন হন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান শিবলী । এই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা ।
এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি ভাবে বরাদ্দকৃত উপজেলা পরিষদে গাড়ি ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা শোডাউন ও মহড়া দেয়ার অভিযোগ উঠে রকিবুল হাসান শিবলী বিরুদ্ধে । গত ১১ মে বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট আবদুল্লাহ আল মনসুর কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর এই অভিযোগ করে।
এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি ভাবে বরাদ্দকৃত উপজেলা পরিষদে গাড়ি ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা শোডাউন ও মহড়া দেয়ার অভিযোগ উঠে রকিবুল হাসান শিবলী বিরুদ্ধে । গত ১১ মে বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট আবদুল্লাহ আল মনসুর কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর এই অভিযোগ করে ।
সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা আচরণবিধি লঙ্ঘন করায় এই জরিমানা করা হয় ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।