এম আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে।শনিবার রাতে শহরের বিভিন্ন স্থানে ও বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে বিভিন্ন মামলায় আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হলো শহরের কমলপুর এলাকার রাফি মিয়া (২৪), কালিপুর এলাকার আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান (৫৮), তাতাঁরকান্দি এলাকার যুবলীগ নেতা মাছুম মিয়া (৩৪) ও ভৈরবপুর দক্ষিণ পাড়ার যুবলীগ নেতা রিগ্যান মিয়া (৪২)।
আজ রোববার সকালে গ্রেফতারকৃত ব্যক্তিদের কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করেছে ভৈরব থানা পুলিশ।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ শহীদুল্লাহ জানান, গ্রেফতারকৃত ৪ জন গত১৯ জুলাই, ২৭ আগস্ট ও ৭সেপ্টেম্বর তারিখে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী। এতদিন তারা পলাতক ছিল। শনিবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হাসমত উল্লাহ জানান, যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারকৃত ৪ জনকে আজ সকালে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।