কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ট্রাক্টর চালক মামুন মিয়া’কে মারধোর করে হাত কেটে ফেলার অভিযোগে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ’কে প্রধান আসামি করে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের ৫৮ নেতা-কর্মীর নামে আহত মামুন বাদী হয়ে কিশোরগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গতকাল ২২ আগস্ট বৃহস্পতিবার কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে প্রধান আসামি করে ৫৮ জনের নামোল্লেখসহ ১৫ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করা হয়। এ তথ্য নিশ্চিত করেন মামলার বাদী আহত মামুন মিয়া। মামুন মিয়া একজন দিনমজুর। সে পৌর শহরের জগন্নাথপুর লক্ষীপুর এলাকার হাজী রাজা মিয়া বাড়ির জাহের মিয়ার ছেলে।
জানা যায়, গত ১৯ জুলাই শুক্রবার দুপুর ২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারীদের সাথে ভৈরব আওয়ামী লীগের নেতৃবৃন্দের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মামুন মিয়া হাতে দা’য়ের আঘাতে গুরুত্বর জখম হন। তাকে আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক কিছুদিন চিকিৎসা করার পর তার হাতে পঁচন দেখা দেয়। পরে মামুনের ডান হাতটি কেটে ফেলে দেয়া হয়। গত ২২ আগস্ট কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্তের আদালতে এ মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে মামলার বাদী মামুন মিয়া বলেন, গত ১৯ জুলাই দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শহীদুল্লাহ কায়সার পাদুকা মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ নেতাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আওয়ামী লীগ নেতারা এক পর্যায়ে আমাদের জগন্নাথপুর গ্রামে ঢুকে যায়।
আমাদের গ্রামবাসীসহ আমি তাদেরকে প্রতিহত করতে গেলে আমাকে দা দিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে যায়। তাদের আঘাতের ফলে আমার ডান হাতটি কেটে ফেলতে হয়েছে। আমি আমার হাত কাটার পর থেকে মানবেতর জীবন যাপন করছি।
বিভিন্ন সংগঠন ও বিএনপির নেতাদের সহযোগিতায় কোন রকম চিকিৎসা করতে পেরেছি। বাকি জীবন কিভাবে কাটাবো আমি এই ভেবে দুশ্চিন্তাগ্রস্থ অবস্থায় আছি। আমি চাই আমাকে যারা আহত করেছে তাদের যেন সাজা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।