হারুনুর রশিদ,রায়পুরা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় স্বপন মেম্বার (৪৫) নামে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের জুরবিলা ঘাট কচুরিপানার ভিতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মীর মাহবুব। নিহত স্বপন মিয়া ওই ইউনিয়নের বটতলীকান্দি এলাকার সিরাজ মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, গতকাল রাতে স্থানীয় একটি খালে মাছ ধরতে যান স্বপন। সকাল হলেও মাছ ধরা থেকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে পরিবারের লোকজন পুলিশকে বিষয়টি জানায়। সকালে বাঁশগাড়ি ইউনিয়নের জুরবিলা ঘাট এলাকার নদীর কচুরিপানার ভেতর থেকে স্বপন মেম্বারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিদর্শক মীর মাহবুব জানান, সকালে স্বপন মেম্বারের লাশ জুরবিলা ঘাটে পাওয়া গেছে। রাতে কে বা কারা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। তার মুখ ও মাথায় দুটি আঘাতে চিহ্ন রয়েছে। আঘাত দুটি সম্ভাবত গুলির হতে পারে। এ বিষয়ে এখনও নিহত মেম্বারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা যায়নি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।