মোজাহিদ সরকার, নিজস্ব প্রতিনিধি:
ইটনায় পুলিশে চাকুরী দেয়ার প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগের দুইদিনের মধ্যে অভিযুক্তকে আটক করে আদালতে পাঠিয়ে কিশোরগঞ্জের ইটনা থানা পুলিশ ও ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতকারি ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের চড়পাড়া গ্ৰামের মৃত জনাব আলী এর ছেলে আবদুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে গত ২৩ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে ইটনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে একই এলাকার মোঃ আব্দুল কাদির এর ছেলে চাকরি প্রত্যাশী মোঃ কাউসার মিয়া (২১)।
এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে পুলিশের। বিষয়টা গুরুত্বসহকারে বিবেচনা করে অভিযুক্তকে আটক করার জন্য ইটনা থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে একটি দল অভিযান শুরু করে।
২৪ জানুয়ারি তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যেই সারা রাত বিভিন্ন স্থানে অভিযান করে ইটনা থানার এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই আমজাদ এবং ডিবি পুলিশ যৌথভাবে অভিযুক্ত আবদুল্লাহ আল মামুনকে ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে কিশোরগঞ্জের সদর উপজেলার নীলগঞ্জ এলাকা থেকে আটক করে।
অভিযোগকারি মোঃ কাউসার মিয়া জানান, পুলিশের চাকরির দেওয়ার নাম করে সাড়ে চার লাখ টাকা নেন আবদুল্লাহ আল মামুন। চাকরি না হলে টাকা ফেরত চাইলে নানা হুমকি ভয়ভীতি দেখায়। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে আটক করে।
কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) সামুয়েল সাংমা এবং ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির রব্বানী এইসব তথ্য নিশ্চিত করে জানান অভিযুক্ত আবদুল্লাহ আল মামুন কে গ্রেফতার করে আদালতে সোপর্দ হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।