ইটনা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা জাগরণ কিন্ডার গার্টেনের উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের সু-শিক্ষার প্রয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ই মার্চ) সকাল ১১ টায় ইটনা জাগরণ কিন্ডার গার্টেন প্রাঙ্গনে জাগরণ কিন্ডার গার্ডেন সভাপতি জহিরুল আলম জাহাঙ্গীর’র সভাপতিত্বে ও ইউসুফ আলী তোতা মিয়ার সঞ্চালনায়
অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী ইসমাইল হোসেন।
বক্তব্য রাখেন ইটনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস চন্দ্র রায়, জাগরণ কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক মোঃ নৌশাদ মিয়া, জাগরণ প্রতিষ্ঠাতা সদস্য এস এম হাফিজুর রহমান প্রমূখ।
বক্তাগণ মা সমাবেশের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।এছাড়াও উপস্থিত ছিলেন, জাগরণ কিন্ডার গার্টেন এর সদস্য আব্দুল কদ্দুস, ইটনা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আসলাম মিয়া, আনু মিয়া, ইটনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল হাসান হৃদয়, বিশিষ্ট সমাজ সেবক খোদা বক্স, রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল মিয়া প্রমূখ। মা সমাবেশে জাগরণ কিন্ডার গার্টেন এর শিক্ষার্থীদের মায়েরা অংশ গ্রহণ করেন।
পরে জাগরণ কিন্ডার গার্টেন এর পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।